ঢাকা: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় আলোচিত ব্লগার শফিউর রহমান ফারাবীর ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ১০ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে পুনরায় ৭ দিনের রিমান্ডের আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বইমেলা থেকে বেরিয়ে টিএসসি মোড়ে আসার পথে ব্লগার অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।
গত ২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শফিউর রহমান ফারাবীকে আটক করে র্যাব।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমআই/এমজেএফ