ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
খুলনায় সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: করদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনায় সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৫ শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর খালিশপুর বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি তিতুমীর ফেয়ারওয়ে হলে খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান এ মেলার উদ্বোধন করেন।



উদ্বোধনকালে তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য করদাতার সংখ্যা বৃদ্ধি করতে হবে। কারণ কর বৃদ্ধি পেলে বৈদেশিক ঋণের উপর নির্ভরশীলতা কমিয়ে আনা সম্ভব হবে।

সহজ পদ্ধতিতে যাতে কর দেওয়া যায়, তার ব্যবস্থা করতে হবে। এ জন্য কর প্রদানের জটিলতাও দূর করতে হবে।

খুলনা কর অঞ্চলের কর কমিশনার সুনীল কুমার সাহার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) মো. লোকমান চৌধুরী, কর আপিল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, মংলা কাস্টম হাউজের কমিশনার ড. মোহা. আল আমিন প্রামাণিক, খুলনা চেম্বারের পরিচালক মফিদুল ইসলাম টুটুল ও কর আইনজীবী সমিতির সভাপতি মো. গোলাম রসুল।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার মো. রিয়াজুল ইসলাম।

‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’ শ্লোগান নিয়ে শুরু হওয়া এ মেলা আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ‍বিকেল পাঁচটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় ফরম পূরণে সহযোগিতা করা, প্রয়োজনীয় পরামর্শ এবং আয়কর রিটার্ন গ্রহণ করে সঙ্গে সঙ্গে প্রাপ্তিস্বীকার পত্র দেওয়া হবে।   রিটার্নের অর্থ চালান, ড্রাফট বা পে অর্ডারে জমা দেওয়ার জন্য মেলা প্রাঙ্গণে সোনালী  ও জনতা ব্যাংকের বুথ খোলা হয়েছে। অনলাইনের মাধ্যমেও আয়কর দাখিল করা যাবে।

তাছাড়া মেলায় নতুন করদাতাদের টিআইএন বরাদ্দ ও প্রত্যায়ন পত্র প্রদানসহ আগ্রহী করদাতাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। যারা তাৎক্ষণিক টিআইএন বরাদ্দ নিতে চান, তাদের পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি সঙ্গে আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমআরএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।