মাদারীপুর: মাদারীপুর শহরের অভিজাত আবাসিক হোটেল চন্দ্রা রেস্ট হাউস থেকে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত চক্রের সদস্য মিলন সরদারকে (২৮) আটক করেছে সিআইডির একটি টিম।
এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার এবং তার ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
সিআইডি টিমের সদস্য নিউটন বিপিএম জানায়, ১৬ আগস্ট শরিয়তপুরের জাজিরা ন্যাশনাল ব্যাংকের ২০ লাখ টাকা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে একটি সংঘবদ্ধ দল। ওই ঘটনার পর নিউটন বিপিএম এর নেতৃত্বে সিআইডির সদস্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।
এর মধ্যে সিআইডির সদস্যরা জানতে পারে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকার একটি সংঘবদ্ধ চক্র ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি, প্রতারণা ও ছিনতাই করে আসছে।
১৬ আগস্ট শরিয়তপুরের জাজিরা ন্যাশনাল ব্যাংকের ২০ লাখ টাকা নড়িয়া শাখায় নিয়ে যাওয়ার সময় একটি প্রতারক চক্র ব্যাংক কর্মকর্তাদের জাল টাকা বহন করছে বলে আটক করে গাড়িতে তুলে নেয়। তারা কিছুদূর যাওয়ার পর অস্ত্রের মুখে কর্মকর্তাদের গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়।
ডিবি পরিচয়ে জাজিরা ন্যাশনাল ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাকে সূত্র ধরে ১৫ সেপ্টেম্বর মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে এই চক্রের সদস্য মিন্টু, মামুন, শাহেদ ও শাকিলকে জাজিরা থেকে একটি প্রাইভেটকারসহ আটক করতে সক্ষম হয় সিআইডি টিম।
আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার সকালে মাদারীপুর চন্দ্রা রেস্ট হাইজ থেকে ভুয়া ডিবি পরিচয়দানকারী চক্রের অপর সদস্য মিলনকে (২৮) আটক করতে সক্ষম হয়।
সিআইডি সূত্র জানায়, আটক মিন্টু মাদারীপুর যুব মহিলা লীগের নেত্রী আমেনা খাতুন বেবির ছোট ভাই। মিলন কালকিনির এনায়েত নগরের তৈয়ব আলী সরদারের ভাগ্নে ও সেলিম সরদারের ছেলে এবং শাকিল একই এলাকার মালেক সরদারের ছেলে।
আটক মিলনের কাছ থেকে ইসলামী ব্যাংক মাদারীপুর শাখায় সঞ্চয়ী হিসাব নম্বর-২৫২২৫ এ গত ৯.০৪.১৫ তারিখে চারটি জমা রশিদের মাধ্যমে একই দিনে (২৫৯৫৮২২,২৩,২৪ ও ২৫) ৩০ লাখ টাকা জমা প্রদানের তথ্য পাওয়া গেছে। একটি সঞ্চয়ী হিসাবে একই দিনে ৩০ লাখ টাকার উৎস সম্পর্কে ব্যাংক কর্তৃপক্ষের কোনো তদারকি ছিলো না। এ ব্যাপারে ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিআইডি সূত্র আরো জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাংক হিসাবে এদের প্রচুর অর্থ ও সম্পদের খোঁজ পাওয়া গেছে যা তদন্তাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএ