চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা থেকে ছিনতাই হওয়া ট্রাক বোঝাই চাল চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারের ইদ্রিস অ্যান্ড সন্স এর গোডাউন থেকে এসব চাল উদ্ধার করা হয়।
আটকরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ দেইচর গ্রামের ইদ্রিস বেপারীর ছেলে হালিম (৩৫), তার ভাই আব্দুল কাদের (২৮) ও একই উপজেলার সাভান গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সোহাগ পাটোয়ারি (৩০)।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নবাব অটো রাইস মিল থেকে ৩০০ বস্তা চাল নিয়ে ট্রাকটি কুমিল্লার লাকসাম বাজারে যাচ্ছিল।
রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নাওতলা এলাকায় ট্রাকের চাকা পাংচার হয়। ট্রাক থামিয়ে চাকা বদলানোর সময় ডাকাতরা গাড়ির চালক ও হেলপারকে বেঁধে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নবাব অটো রাইস মিলের প্রশাসনিক কর্মকর্তা সামিউল হোসেন চান্দিনা থানায় অভিযোগ করেন। পরে, পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে বুধবার ভোরে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার থেকে ২৬৬ বস্তা চাল উদ্ধার করে।
এ ঘটনায় বুধবার দুপুরে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বল জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমজেড