ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া-কালা গ্রামের মধ্যবর্তী নতুনবাড়ি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বিকেলে নতুনবাড়ি এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
বিকেল পৌনে ৫টার দিকে তিনি আরো জানান, উদ্ধার করা মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোনো এলাকা থেকে ধরে এনে ওই যুবককে হত্যা করে মৃতদেহ এখানে ফেলে রেখে গেছে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআই