ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

চাঞ্চল্যকর ব্যবসায়ী মজিদ হত্যার রায় পিছিয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
চাঞ্চল্যকর ব্যবসায়ী মজিদ হত্যার রায় পিছিয়েছে

সিলেট: ‘হাত-পা বাঁধা, কানে ঢোকানো হয় শিকল। কান কেটে ক্ষান্ত হয়নি ঘাতকরা।

দুই চোখ উপড়ে ও পুরুষাঙ্গ কেটে উপর্যুপরি জখম করা হয় পুরো শরীরে। মরদেহের সুরতহাল করতে গিয়ে আঁতকে ওঠেন পুলিশও।

মৌলভীবাজার উপজেলার চাঞ্চল্যকর সেই তরুণ ব্যবসায়ী আব্দুল মজিদ হত্যা মামলার রায় রোববার (২০ সেপ্টেম্বর) ধার্য করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার রায় হওয়ার নির্ধারিত তারিখ ছিল।

আদালতের বিচারক মকবুল আহসান শুনানি শেষে রায়ের জন্য নতুন তারিখ ধার্য করেন বলে বাংলানিউজকে জানান আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২৯ আগস্ট রাতে প্রেম সংক্রান্ত কারণে কমলগঞ্জ উপজেলার পতনউষার গোপীনগর গ্রামের আবদুর রহমানের ছেলে নয়াবাজারের তরুণ ব্যবসায়ী আবদুল মজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মম ভাবে খুন করা হয়। পরদিন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার দু’দিন পর ১ সেপ্টেম্বর নিহত মজিদের বাবা আব্দুর রহমান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- রুবেল, জুয়েল, আজাদ, মুহিদ, মাসুক, আফরুজ, শাহিন, আজমান, ডলি, আলমা ও নিহতের প্রেমিকা জুঁই।

তদন্ত শেষে ২০১৩ সালের ৮ আগস্ট ১১ জনকে অভিযুক্ত করে এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।