ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

পুলিশের ব্যারিকেড ভেঙে পালালো মাদক ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
পুলিশের ব্যারিকেড ভেঙে পালালো মাদক ব্যবসায়ী

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের তল্লাশি চৌকির ব্যারিকেড ভেঙে পালিয়ে গেছেন দুই মাদক ব্যবসায়ী।

এ সময় তাদের থামাতে এক রাউন্ড গুলি ছুড়ে পুলিশ।

পরে  তাদের ফেলে যাওয়া দুই কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সোয়া ৩টায় উপজেলার হাড়াভাঙ্গা সেন্টারপাড়া পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

উপজেলার পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বামুন্দী-কাজীপুর প্রধান সড়কের হাড়াভাঙ্গা সেন্টারপাড়া এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়।

বিকেল সোয়া ৩টার দিকে একটি মোটরসাইকেলে আসা দুই মাদক ব্যবসায়ীর গতিরোধের চেষ্টা করে পুলিশ। কিন্তু তারা ব্যারিকেড ভেঙে গাঁজার ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ সময় তাদের লক্ষ্য করে এক রাউন্ড শটগানের গুলি করা হয়।

এসআই আরও জানান, গাঁজা ব্যবসায়ীরা পালিয়ে গেলেও কাজীপুর ফুলতলা পাড়া এলাকার ঠান্ডু হোসেন নামে একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।