ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক দুই আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
রাজধানীতে পৃথক দুই আত্মহত্যা প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর ও বনানীতে পৃথক দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সংলগ্ন এলাকার একটি জামগাছ থেকে জনি (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।



ওই যুবক গাজীপুরের কালীগঞ্জ থানার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই যুবক দুই বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। আর এ কারণেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও রাজধানীর বনানীর কড়াইল টিএনটি কালোনির একটি বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন রিফাত শেখ (২২) নামে এক যুবক।

রিফাত শেখ তাঁর পরিবারের সঙ্গে ওই ভাড়া বাড়িতে থাকতেন। তাঁর বাবার নাম মতিহার শেখ। বুধবার দুপুরে বনানী থানা পুলিশ রিফাত শেখের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।  

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, তিনি স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এজেডএস/জেডএফ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।