ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে এক ডজন মামলার পলাতক আসামি দুর্ধর্ষ নৌ-ডাকাত ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য খসরুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীম অভিযান চালিয়ে নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
খসরু উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মহারাজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, খসরু গত ১০ থেকে ১৫ বছর ধরে মেঘনা নদীতে যাত্রীবাহী নৌকা, ট্রলার ও লঞ্চে ডাকাতি করে আসছিল।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী থানা পুলিশের সহায়তায় মাধবদী এলাকার সিদ্দিকনগর থেকে ধামাউড়া গ্রামের ছোয়াব মিয়া হত্যা মামলার প্রধান আসামি খসরুকে গ্রেফতার করা হয়েছে।
কেবল সরাইল থানাতেই তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ আটটি মামলা রয়েছে। এছাড়াও অন্যান্য থানায় তার বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এটি