ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

বকেয়া বেতনের দাবি

দুই দিনের কর্মবিরতিতে মাগুরা পৌর কর্মচারীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
দুই দিনের কর্মবিরতিতে মাগুরা পৌর কর্মচারীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: আসন্ন ঈদুল আজহার আগেই পাঁচ মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে দুই দিনের কর্মবিরতি ঘোষণা করেছে মাগুরা পৌর কর্মচারী ইউনিয়ন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি বৃহস্পতিবার পর্যন্ত চলবে।



ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, গত ৫ মাস পৌরসভার ১৩৫জন নিয়মিত কর্মচারী এবং ৩৫জন অনিয়মিত কর্মচারী বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। অথচ মেয়র এবং কাউন্সিলরা প্রতি মাসে তাদের ভাতা ঠিকই পাচ্ছেন।

এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এদিকে কর্মবিরতির কারণে শত শিশু ইপিআই এবং পৌরসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন এলাকা থেকে শিশুদের টিকা দেওয়াতে এনে শত শত অভিভাবকরা ফিরে যাচ্ছেন।

এ বিষয়ে মাগুরা পৌরসভার মেয়র ইকবাল আখতার খান কাফুর বাংলানিউজকে জানান, টাকা আয় না করলে আমি কোথা থেকে টাকা দেব? পৌর কর্মচারীরা কাজ করেন না। তাই তাদের বল‍া হয়েছে, টাকা আয় করে বেতন-বোনাস নিতে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।