ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের লাখি বাজার সংলগ্ন কাপড়পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, লাখি বাজারের স্বর্ণ ব্যবসায়ী অমৃত বণিকের ব্যবসা প্রতিষ্ঠান ‘ঝলক শিল্পালয়’ এর চারতলা সম্প্রসারণের কাজ চলছিল।
বুধবার ওই ভবনের ছাদের রড লাগানোর সময় বেশ কয়েকটি রডে পাশ দিয়ে টাঙানো ৩৩ হাজার কিলোভোল্টের বৈদ্যুতিক তারের স্পর্শ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে সুমন মিয়া (১৮) ও ইমরান (২০) গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআর