ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
নাটোরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরে আয়োজিত এক চক্ষু ক্যাম্পে বিনামূল্যে প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী শহরের হাফরাস্তা এলাকায় এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।



নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আতিউর রহমান এ ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) সিনিয়র অফিসার আবুল কালাম আজাদ, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যাপক আব্দুল জলিল, রিকের সদর উপজেলা ম্যানেজার শফিকুল ইসলাম, এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক লিটন সরকার, হাসপাতালের চিকিৎসক জাকারিয়া প্রমুখ।

রিকের উদ্যোগে ও সিরাজগঞ্জের এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পে ৫০ জন গরীব ও দুস্থ রোগীকে বাছাই করে মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের অপারেশনের জন্য পাঠানো হয়।

এছাড়া ক্যাম্পে ৪৫০ জনকে চোখের নানা সমস্যার চিকিৎসা সেবা ও  ৫০ জন রোগীকে চশমা দেওয়া হয়। অনেককে ওষুধ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।