ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোশারফ হোসেন (৩৫) নামে ব্যাটারি চালিত অটোরিকশার এক চালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি ইউনিয়নের গকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
যাত্রী ওঠানোকে কেন্দ্র করে এরশাদ নামে আরেক অটোরিকশা চালকের লোকজনের পিটুনিতে তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।
নিহত মোশারফ হোসেন উপজেলার গকুলনগর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত অটোরিকশা চালক এরশাদ একই গ্রামের হারুন মিয়ার ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানায়, সকালে উপজেলার ফরদাবাদ মোড়ে অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে মোশারফের সঙ্গে এরশাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে দুপুরে এরশাদ তার লোকজন নিয়ে মোশারফের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় তাদের পিটুনিতে মোশারফ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকেল সাড়ে ৫টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
নিহতের স্ত্রী রিনা আক্তার জানান, তার স্বামী দুপুরের খাবার খেতে বসেন। এ সময় ভোলাগাজীর হারুনের ছেলে এমরান, নাসির, মাইনুদ্দিন, হযরত আলী, মজিবুরসহ ১৫/২০ জন এসে লাঠি দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলে। তিনি হত্যাকারীদের শাস্তি দাবি করেন।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) কামরুজ্জামান তালুকদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমজেড