ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে খালের পানিতে ডুবে মার্জিয়া আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুরাপুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাড়ির পাশে খেলার সময় সবার অগোচরে খালের পানিতে পড়ে যায় শিশুটি। পরে দুপুর ৩টায় স্থানীয়রা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমএএম/জেডএস