ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

টেলিফোনে চাঁদাবাজি, ইন্টারনেটে হয়রানি বন্ধে ডিএমপির হেল্প ডেস্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
টেলিফোনে চাঁদাবাজি, ইন্টারনেটে হয়রানি বন্ধে ডিএমপির হেল্প ডেস্ক

ঢাকা: টেলিফোনে চাঁদাবাজি ও হুমকি এবং  ইন্টারনেটে হয়রানি প্রতিরোধে  হেল্প ডেস্ক চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (সেপ্টেম্বর ১৬) ডিএমপি সদর দফতরে মাসিক ক্রাইম কনফারেন্সে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করবে এই হেল্প ডেস্ক।

ক্রাইম কনফারেন্সের তথ্যানুযায়ী, অপহরণ ও মুক্তিপণ দাবি, টেলিফোনে চাঁদাবাজি ও হুমকি, নিখোঁজ ব্যক্তির অনুসন্ধান ও প্রবাসী কল্যাণ বিষয়ক আইনি  সহযোগিতা দিতে  কাজ করবে হেল্প ডেস্ক।

ডিএমপির সূত্র জানায়,  ফৌজদারি  কার্যবিধি ‍অনুযায়ী অপরাধসমূহ সংঘটনের স্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট থানা কর্তৃক মামলা আমলে নেয়ার ক্ষেত্রে অনেক সময় জটিলতার সৃষ্টি হয়। ফলে ভুক্তভোগীদের আইনি সহযোগিতা পেতে সময় লেগে যায়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে হেল্প ডেস্ক। ভুক্তভোগীরা সরাসরি ডিএমপি সদর দফতরে এসে এই হেল্প ডেস্কে অভিযোগ দিতে পারবেন। অভিযোগ যাচাই-বাছাই করে আইনি সহায়তা দেবে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এনএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।