ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

দুই লিফটম্যান গ্রেফতার

হাসপাতালের ছাদে গাঁজার চাষ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
হাসপাতালের ছাদে গাঁজার চাষ! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ছয়তলার ওপরের ছাদ থেকে একটি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। গাছটি পরিচর্যা করার সময় হাসপাতালের দুই লিফটম্যানকে গ্রেফতার করা হয়।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত দুই লিফটম্যান হলেন, জয়পুরহাটের রাজন শেখ (২২) ও বরিশালের অমিত কাওসার (২৩)।
 
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছাদে অভিযান চালিয়ে গাঁজার গাছটি জব্দ ও পরিচর্যারত অবস্থায় ওই দুই লিফটম্যানকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।