ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রম আইন বিধিমালা

শ্রমিকদের জন্য দু’টি বোনাস, নির্বাচনের অধিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
শ্রমিকদের জন্য দু’টি বোনাস, নির্বাচনের অধিকার

ঢাকা: শ্রমিকদের মূল বেতনের সমপরিমাণ দু’টি বোনাস প্রদান এবং সংগঠন করা ও নির্বাচনের বিধান রেখে শ্রম আইনের বিধিমালা প্রকাশ করেছে সরকার।
 
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এই বিধিমালার গেজেট প্রকাশ করা হয় বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার।


 
বাংলানিউজকে তিনি বলেন, বিধিমালায় প্রতিবছর শ্রমিকদের দু’টি বোনাস দেওয়ার কথা বলা হয়েছে। এই বোনাস হবে মূল বেতনের সমপরিমাণ।
 
পাশাপাশি বিধিমালায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ও নির্বাচনের কথা বলা হয়েছে। এতে শ্রমিকরা সরাসরি নির্বাচনের সুযোগ পাবেন।   
 
বিধিমালার আওতায় সেফটি কমিটি হবে। এই কমিটি শ্রমিকদের নিরাপত্তার বিষয়গুলো দেখভাল করবে।
 
মিকাইল শিপার জানান, আউটসোর্সিং কোম্পানিগুলোকেও শ্রম আইনের আওতায় আনা হয়েছে। এক্সপোর্ট অরিয়েন্টেড কোম্পানিগুলো আইনের আওতায় আসবে।
 
২০০৬ সালে শ্রম আইন প্রণয়ন করা হলেও আইনটি বাস্তবায়নে সংশোধনী আনার পূর্ব পর্যন্ত সাড়ে সাত বছরে কোনো বিধিমালা প্রণয়ন করা হয়নি। ২০১৩ সালের ১৫ জুলাই আইনটি সংশোধিত হওয়ার পর বিধিমালা প্রণয়নের বিষয়টি আলোচিত হয়।
 
শ্রম মন্ত্রণালয় জানায়, বিধিমালায় শ্রমিকদের নিরাপত্তা, কাজের পরিবেশ, ট্রেড ইউনিয়ন ও সংগঠন করা, ভবনের নিরাপত্তাসহ শিল্পের সার্বিক বিষয় বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে।
 
যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স) সুবিধা স্থগিত হওয়ার পর ‘বাংলাদেশ শ্রম আইন (সংশোধিত) আইন, ২০১৩’ পাস হয়।
পোশাক ক্রেতাদের শর্তানুযায়ী জিএসপি সুবিধা ফিরে পেতে শ্রম আইন বাস্তবায়নে বিধিমালা প্রণয়ন জরুরি হয়ে পড়ে। সেই তাগিদ থেকেই শ্রম আইন সংশোধনের পর বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।
 
সংশোধিত শ্রম আইনের বাস্তবায়নে বিধিমালা প্রণয়নে ২০১৩ সালের আগস্ট মাসে দু’টি কমিটি গঠন করা হয়। মূল কমিটির প্রধান ছিলেন শ্রমসচিব মিকাইল শিপার।
 
একই মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের উপ-কমিটিও বিধিমালার খসড়া তৈরি করতে একাধিক সভা করে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মতামত গ্রহণ করে বিধিমালা চূড়ান্ত করে।
 
আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে গেজেট প্রকাশের জন্য এর আগে তা বিজি প্রেসে পাঠায় শ্রম মন্ত্রণালয়।
 
শ্রম আইন বাস্তবায়নে শ্রম বিধিমালার গেজেট প্রকাশের পর সরকারি কর্মচারীদের মতো কারখানায় কর্মরত শ্রমিকরাও বেতন-বোনাসের আওতায় আসবেন।   
 
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।