ভোলা: ভোলা সদর উপজেলা কার্যালয়ের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মৎস্য অধিদপ্তরের জলমহাল, প্লাবনভূমি, প্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করণ কর্মসূচির আওতায় এসব পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তোফায়েল হোসেন ও উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার উপস্থিত ছিলেন।
পরে ২৫টি সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে ৪০৬ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা ছাড়া হয়।
এর আগে পর্যায়ক্রমে জেলার ছয়টি উপজেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এএটি/এসআই