ঢাকা: পবিত্র ঈদুল আজহায় দেশের বন্যাদুর্গতসহ অতিদরিদ্রদের খাদ্যশস্য সহায়তা দিচ্ছে সরকার। দেশের ৬৪ জেলার ৪৮৭ উপজেলায় ৯৭ লাখ ৯১ হাজার ৪৬৩ পরিবারকে বিনামূল্যে এ সহায়তা দেওয়া হবে।
এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে দেশের সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ভিজিএফ পরিচালক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত নির্দেশনা অনুযায়ী বিভিন্নধরনের দরিদ্র বিবেচনায় ১২ ক্যাটাগরির অসহায় ও দুস্থদের মধ্যে ভিজিএফ’র আওতায় এ সহায়তা দেওয়া হবে।
জেলা প্রশাসক বরাবর গত ৯ সেপ্টেম্বর (বুধবার) পাঠানো নির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার ৪৮৭ উপজেলায় অতিদরিদ্র ও অসহায় দুস্থ ৮৭ লাখ ৮ হাজার ৫৯৯ পরিবারের জন্য ১০ কেজি হারে বিনামূল্যে খাদ্যশস্য সহায়তা দেওয়া হবে। এ লক্ষে বিতরণ করা হবে ৮৭ হাজার ৮৫ দশমিক ৯০ মেট্রিক টন চাল।
এছাড়া দেশের ক, খ এবং গ ক্যাটাগরির ৩৩২ পৌরসভায় অতিদরিদ্র ও অসহায় এবং দুস্থদের মধ্যে ১০ লাখ ৮২ হাজার ৮৬৪টি পরিবারকে ১০ কেজি হারে ১০ হাজার ৮২৮ দশমিক ৬৪ মেট্রিক টন চাল দেওয়া হবে।
জেলার উপজেলা ও পৌরসভার বরাদ্দ মিলিয়ে এ বরাদ্দ সর্বমোট ৯৭ হাজার ৯১৪ দশমিক ৬৩ মেট্রিক টন চাল। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিভাজন অনুযায়ী এ বরাদ্দ দেওয়া হবে।
অধিদফতরের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, জেলা প্রশাসকরা এই ভিজিএফ বরাদ্দের বিষয়টি স্থানীয় সংসদ সদস্যেদের (এমপি) অবহিত করবেন।
খাদ্যশস্য বরাদ্দ দেওয়া ১২ ক্যাটাগরির মধ্যে রয়েছে, যাদের বাড়িঘর নেই বা ঘরছাড়া জমি নেই, দিন মজুর (দিনের আয়ের ওপর নির্ভরশীল), নারী শ্রমিকের আয় অথবা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল (উপার্জনক্ষম পূর্ণ বয়স্ক কোনো পুরুষ সদস্য নেই), যে পরিবারে স্কুলগামীদের উপার্জন করতে হয়, যে পরিবারে উপর্জনের সম্পদ নেই, স্বামী নেই বা বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্ত/বিধবা, পরিবারের প্রধান অসচ্ছল মুক্তিযোদ্ধা, পরিবার প্রধান অসচ্ছল প্রতিবন্ধী, যে পরিবার কোনো ক্ষুদ্র ঋণ নেয়নি অথচ খাদ্য সংকট, যে পরিবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে খাদ্য সংকটে এবং যে পরিবার বছরের অধিকাংশ সময় দুই বেলা খাবার পায় না এমন।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়তে এখানে ক্লিক করুন
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএমএ/আইএ