ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাহাপাড়া ইউনিয়নের চকচকা গ্রামে এ ঘটনা ঘটে।



নাসিম ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে টেলিভিশনের (টিভি) সুইচ অন করতে গিয়ে নাসিম বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্থানীয় আনারুল ও আল-আমিন নামে আরও দুই শিশু গুরুতর আহত হয়। ত‍াদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সাইদ বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।