পঞ্চগড়: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের অসম্পূর্ণ মানচিত্র পূর্ণতা পেয়েছে। ৬৮ বছরের অবরুদ্ধ জীবন থেকে বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে ছিটমহলগুলো স্বাধীন করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এখন থেকে ছিটমহল বলে কিছু নেই, এগুলো বাংলাদেশেরই গ্রাম। যে নেত্রী ছিটমহল স্বাধীন করে দিয়েছেন তিনিই সব উন্নয়ন করে দিবেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অভ্যন্তরে সদ্য বিলুপ্ত কোটভাজিনি ছিটমহলে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন কৃমি নিয়ন্ত্রণ ও ফাইলেরিয়া সনাক্তকরণ কর্মসূচির উদ্বোধনকালে আয়োজিত এক জনসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, সদ্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা এখন নতুন বাংলাদেশি হিসেবে এ ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। মূল ধারার সঙ্গে উন্নয়নে বিলুপ্ত ছিটমহলবাসী যাতে পিছিয়ে না পরে সেজন্য অচিরেই সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী বলেন, এর আগে অনেক সরকার ক্ষমতায় ছিল, কিন্তু কেউ ছিটমহল সমস্যার সমাধান করেনি। ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি অনুয়ায়ী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন করে ছিটমহলবাসীকে স্বাধীন করেছেন।
পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসাক মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নুরুল হক, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার, পুলিশ সুপার মোহাম্মদ গিয়াস উদ্দীন আহমেদ, সিভিল সার্জন ডা. আহাদ আলী, কমিউনিটি ক্লিনিকের প্রকল্প পরিচালক ডা. মাখদুমা নার্গিস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমজেড