ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকায় অপহৃত ছাত্রী নওগাঁয় উদ্ধার, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ঢাকায় অপহৃত ছাত্রী নওগাঁয় উদ্ধার, গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ: ঢাকার থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১২) নওগাঁ থেকে উদ্ধার কর‍া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুরের চকসিতা গ্রামের চকসিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি আস্তানায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।



এ ঘটনায় অপহরণকারী মো. সুজন উদ্দিনকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫), রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

র‌্যাব জানায়, ভিকটিম তার বোন-দুলাভাইয়ের সঙ্গে ঢাকার দারুস সালাম থানার দিয়াবাড়ী, ব্যাংক কলোনিতে ভাড়া বাসায় থেকে বাড্ডার একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশুনা করত।

অপহরণকারী সুজন উদ্দিন পেশায় একজন টাইলস্ মিস্ত্রী। তিনি ভিকটিমের এলাকাতেই ভাড়া থাকতেন। প্রতিবেশী হওয়ার সূত্রে কথাবার্তা বলতে বলতে তিনি একদিন ভিকটিমকে কু-প্রস্তাব দেন। কিন্তু ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হলে সুজন তাকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করার হুমকি দেন। বিষয়টি ভিকটিম তার বোন-দুলাভাইকে খুলে বলে।

পরে (৭ সেপ্টেম্বর) ভিকটিম দিয়াবাড়ী বালুর মাঠে বেড়াতে গেলে তাকে একা পেয়ে সুজন তিন/চার যুবকের সহায়তায় ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

পরে ভিকটিমের বোন-দুলাভাই (১৫ সেপ্টেম্বর) র‌্যাব-৫, রাজশাহী এসে অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে অপহরণকারীকে গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করার জন্য র‌্যাব তার গোয়েন্দা কার্যক্রম শুরু করে।

এরই প্রেক্ষিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার চকসিতা গ্রামের চকসিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের আস্তানায় অভিযান চালায়। এ সময় অপহরণকারী সুজনকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।