বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা তিন বাংলাদেশি যুবককে কারাভোগ শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে।
ভারতে অনুপ্রবেশের দায়ে আটকের পর দুই বছর কারাভোগ শেষে বুধবার (১৬ সেপ্টম্বর) সন্ধ্যা ৬টায় তাদের ফেরত পাঠানো হয়।
ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের সোপর্দ করে।
ফেরত আসা যুবকরা হলেন, বরিশালের বেজগাতি গ্রামের মান্নান কবিরাজের ছেলে সাইফুল কবিরাজ (৩৪), বগুড়ার শেরপুর উপজেলার কিশনাপুর গ্রামের আব্দুল্লা প্রামাণিকের ছেলে গোলাম রব্বানী (২৯) ও ঝিনাহদহের কালিগঞ্জ উপজেলার টিলা গ্রামের হোসেন মোল্লার ছেলে ইসরাইল হোসেন (৪০)।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, ফেরত আসা যুবকদের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআর