ঢাকা: পরিবার পরিকল্পনা অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি), বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডা. শফিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর স্কায়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।
মৃত্যুকালে ছেলে ডা. শাহেদ পারভেজ ও মেয়ে নাছরিন গাণিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ডা. শফিকুর রহমান।
বর্ণাঢ্য কর্মজীবনে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ওয়ার্ল্ড হেলথ্ অর্গানাজেশন ‘হু’) উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
মরহুমের ছেলে ডা. শাহেদ পারভেজ নিউইয়র্ক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।
মেয়ে নাছরিন গাণি প্রয়াত রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার ছেলে আনোয়ারুল গাণির স্ত্রী।
আনোয়ারুল গাণির ভাতিজা বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি বাংলানিউজকে জানান, প্রয়াত ডা. শফিকুর রহমানের ছেলে ডা. শাহেদ পারভেজ নিউইয়র্ক থেকে রওনা দিয়েছেন। তিনি দেশে পৌঁছালেই মরহুমের দাফন সম্পন্ন হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এজেড/এএসআর