ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

নঈম নিজামের গ্রেফতারি পরোয়ানা, জাবি সাংবাদিক সমিতির উদ্বেগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
নঈম নিজামের গ্রেফতারি পরোয়ানা, জাবি সাংবাদিক সমিতির উদ্বেগ দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগঠনের কার্যালয়ে জাবিসাস সভাপতি বেলাল হোসাইন রাহাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির জরুরি এক সভায় এই উদ্বেগ জানানো হয়।



সভায় জাবিসাস নেতারা বলেন, প্রকাশিত সংবাদের ভিত্তিতে যে মামলা করা হয়েছে সেটা উদ্দেশ্য প্রণোদিত বলে জাবিসাস মনে করে। এটা মত প্রকাশ ও সংবাদপত্রের  স্বাধীনতার পরিপন্থী এবং সাংবাদিকতার পেশাদারিত্বের জন্য হুমকি।

সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি পুনঃবিবেচনার জন্য জাবিসাস আদালতের কাছে সবিনয় অনুরোধ করছে।

জরুরি সভায় উপস্থিত ছিল সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ সুজন, সহ সভাপতি সানাউল্লাহ মাহীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।