ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

উদ্ভাবনে উদ্ভাবনী প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
উদ্ভাবনে উদ্ভাবনী প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী ধারণার বিকাশ এবং নাগরিক সেবায় উদ্ভাবনকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে।
 
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে “ব্র্যান্ডউইৎজ ’১৫” শিরোনামে জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ প্রেস ব্রিফিং কক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধনের পর সংবাদ সম্মেলন করে স্বাক্ষরকারী প্রতিষ্ঠান দুটি।
 
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআই’র প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, দেশে উদ্ভাবনী সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া তরুণদের উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহ এবং পৃষ্ঠপোষকতা দিতে এটুআই প্রোগ্রাম বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
 
তিনি বলেন, দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সঙ্গে দেশব্যাপী উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই প্রতিযোগিতা থেকে যেসব উদ্ভাবনী ধারণা পাওয়া যাবে তা প্রকল্প হিসেবে নেওয়া হবে।
 
এসব প্রকল্প বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের এটুআই’র ইনোভেশন ফান্ড থেকে উপযুক্ত সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।  

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ বলেন, আইবিএ কমিউনিশকেশন ক্লাবের উদ্যোগে ২০০৮ সালে ব্র্যান্ডউইৎজ এর যাত্রা শুরু হয়। ছয়টি সফল আয়োজন শেষে এ বছর এটুআই’র সহযোগিতায় ‘ব্র্যান্ডউইৎজ ১৫’ হাজির হয়েছে নতুন আঙ্গিকে।
 
এ মঞ্চে তরুণ মেধাবী প্রতিযোগীরা নতুন উদ্যমে নিজেদের নৈপুণ্য মেলে ধরবে প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, বিভিন্ন নাগরিক সেবার সমস্যাগুলো চিহ্নিত করে তার বাস্তবসম্মত সমাধানের জন্যই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর এতে দেশের ভবিষ্যৎ কাণ্ডারিদেরই সুযোগ করে দেওয়া হচ্ছে।
 
১৫ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতার বিষয়ে প্রচারণা চালানো হবে। ঢাকা এবং ঢাকার বাইরে ২০টি বিশ্ববিদ্যালয়ে রোড শো’র আয়োজন করা হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে একাধিক চার সদস্যের দল এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
 
প্রতিযোগিতার প্রথম পর্বে অংশ নিতে ব্র্যান্ডউইৎজ’র ওয়েবসাইটে একটি কেস দেওয়া হবে। যার সমাধান অনলাইনেই জমা দিতে হবে। এ পর্বের প্রাপ্ত সব সমাধান যাচাই-বাছাই করে শ্রেষ্ঠ ৪৮টি দল নির্বাচন করা হবে। এই ৪৮টি দলই পরবর্তী পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।

ব্র্যান্ডউইৎজ ১৫’র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে বিজয়ী প্রথম তিনটি দল নির্বাচন করে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।   
 
সংবাদ সম্মেলনে এটুআই’র পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী, জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, আইবিএ কমিউনিশকেশন ক্লাবের মডারেটর সুতপা ভট্টাচার্য ছাড়াও আইবিএ’র শিক্ষক ও শিক্ষার্থী ও এটুআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমএইচপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।