নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ভেজাল গুড় তৈরির দায়ে নারীসহ ছয় জনকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক খন্দকার ফরহাদ আহম্মদ এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা ওই উপজেলার তোকিনগর গ্রামের বাসিন্দা।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার তোকিনগর গ্রামের তিনটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় সেখান থেকে চিনি, কাপড়ে দেওয়া রংসহ ক্ষতিকর কেমিকেল মিশিয়ে ভেজাল গুড় তৈরির সময় ছয়জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুড় কারখানার মালিক শরিফুল ইসলামকে এক লাখ টাকা, শুকতারাকে ৫০ হাজার টাকা ও অন্যদের ১০ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এএটি/এসআর