ঢাকা: সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসন টাঙ্গাইল-৪’র উপ-নির্বাচনের তফসিল পরিবর্তনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার একদিন পরই কমিশন তার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তফসিল ঘোষণা করে ইসি। এতে ৩০ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, মনোনয়নপত্র বাছাই ৩ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ অক্টোবর নির্ধারণ করা হয়। আর ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয় ২৮ অক্টোবর।
ইসি সূত্র জানায়, অনেক প্রার্থী হয়তো এবার হজে যাচ্ছেন। তারা হজ থেকে ফিরে মনোনয়নপত্র দাখিলের সময় খুব একটা পাবেন না। তাই বিষয়টি পুনরায় বিবেচনার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আরও জানা যায়, দ্রুতই তারিখ পরিবর্তন করে পুনরায় তফসিল দেওয়া হতে পারে। যা ইসির ইতিহাসে এই প্রথম।
মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
কালিহাতী উপজেলার ১৩ ইউনিয়ন, কালিহাতী পৌরসভা এবং এলেঙ্গা পৌরসভা নিয়ে টাঙ্গাইল-৪ আসন গঠিত। এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৪৭ জন, নারী ভোটার ১ লাখ ৪১ হাজার ৪৭৩ জন। আসনে ভোট কেন্দ্র রয়েছে মোট ১০৭টি।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ইইউডি/আইএ
** লতিফের শূন্য আসনে উপ-নির্বাচন ২৮ অক্টোবর