ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের যুক্তরাষ্ট্র সফরের পর বেতন বৈষম্য দূরীকরণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরবেন তিনি।
এদিন সফররত পোল্যান্ডের ডেপুটি মিনিস্টার অব ট্রেজারি জিস ল গ্যাকোলিকের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে যাওয়ার সময় ‘বেতন বৈষ্যম দূরীকরণ কমিটির বৈঠক কবে হবে?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি তো নিউইয়র্ক যাচ্ছি। আসার পর হবে। ’
জানা গেছে, আগামী ২২ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নিউইয়র্ক যাবেন। সেখান থেকে তিনি দেশে ফিরবেন ১৬ অক্টোবর।
এদিকে পোল্যান্ডের উপ-মন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, পোল্যান্ডের সঙ্গে বাণিজ্য ছাড়া আমাদের অন্য কোনো সম্পর্ক নেই। আমরা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আলোচনা করেছি। কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক ত্বরান্বিত করা যায় সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তারা কিছু প্রস্তাব দিয়েছে। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের বেরিয়ে যাওয়ার সময় পোল্যান্ডের উপ-মন্ত্রীর কাছে বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে তার পক্ষ থেকে ঢাকায় নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, আমরা কিছু প্রস্তাব দিয়েছি। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিজাত পণ্যে বিনিয়োগ করতে আমরা আগ্রহের কথা জানিয়েছি। আমরা দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও সহযোগিতা আরও জোরদার করতে চাই।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘন্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসকে/আরআই