ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

আঞ্জুমান জে আর টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আঞ্জুমান জে আর টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা: আঞ্জুমান মফিদুল ইসলাম সংস্থার উদ্যোগে আঞ্জুমান জে আর টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মোট ১৫ তলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা।



বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল আঞ্জুমান মফিদুল রোডে এ উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে এ সব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, বেওয়ারিশ লাশ দাফনের মাধ্যমে আঞ্জুমান যেমন মানুষের সেবা করছে, তেমনি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে ইহকালেও মানুষের ভালো করার চেষ্টা করছে।

তিনি বলেন, বার্ষিক আয় ৫ কোটি টাকা বাজেটের মধ্যে সাড়ে ৩ কোটি টাকা খরচ করে কারিগরি শিক্ষার জন্য। এর বিরুদ্ধে কোনো অভিযোগ শোনা যায়নি। সে কারণেই তাদের উদ্যোগগুলো সফল হয়।

আয়োজন সংস্থাটির সভাপতি মো. শামসুল হক চিস্তির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, আঞ্জুমানের ট্রাস্ট্রি এম আর ওসমানি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক কাজী আবুল কাশেম।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমইএস/জেডএফ/ এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।