ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
শরীয়তপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৬ ছবি: প্রতীকী

শরীয়তপুর: গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয়ে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া, ডাকাতির কাজে ব্যবহৃত দু’টি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ভুয়া পিস্তল ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে।


 
জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
 
গ্রেফতার ডাকাতরা হলেন- ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয়দানকারী মাদারীপুরের কালকিনি থানার এনায়েত নগর গ্রামের সেলিম সরদারের ছেলে মিলন সরদার, কুমারখালী গ্রামের আব্দুর রশিদ ফরাজীর ছেলে মিন্টু ফরাজী, কালকিনি উপজেলার পূর্ব আলীপুর গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে শাকিল সরদার, একই গ্রামের রাজ্জা মহাজনের ছেলে জুলহাস মহাজন,  পিরোজপুর জেলার কাউখালী থানার বিড়ালজুড়ি গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে মামুন হোসেন এবং পটুয়াখালী জেলার বাউফল থানার সানেরচর গ্রামের মৃত চানমিয়া সরদারের ছেলে জাহিদ সরদার।  
 
পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ১৬ আগস্ট চান শরীফ ও উজ্জল নামে দুই ব্যক্তি ন্যাশনাল ব্যাংক জাজিরা শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করে নড়িয়া ন্যাশনাল ব্যাংক শাখায় নিয়ে যাচ্ছিলেন। পথে বিলাসপুর এলাকায় গতিরোধ করে ডিবির পরিচয়ে দুই জনকে আটক করা হয়। তাদের গাড়িতে তুলে চোখ-হাত-পা বেঁধে মারধর করে মাদারীপুরে ফেলে রেখে ২০ লাখ টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৭ আগস্ট জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়।
 
মামলার তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি শরীয়তপুরের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিউটন কুমার ও উপ-পরিদর্শক (এসআই) মাহিদুল ইসলামসহ পুলিশের একটি দল মঙ্গলবার বিকেলে জাজিরা থানাধীন কাজীরহাট বাজারের ব্রিজ থেকে একটি প্রাইভেটকার থেকে ভুয়া ডিবি পরিচয়দানকারী পাঁচ ডাকাতকে গ্রেফতার করে।  
 
গ্রেফতার হওয়া ডাকাতদের মধ্যে শাকিলের দেওয়া তথ্য অনুযায়ী মাদারীপুর পুরানবাজার চন্দ্রা হোটেল থেকে ডিবির ওসি পরিচয়দানকারী মিলন সরদারকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি হ্যান্ডকাপ ও চামড়ার কাভারে ভুয়া পিস্তল ও জাজিরা ন্যাশনাল ব্যাংকের টাকা ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।  
 
আটক ডাকাত দল দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় ডিবি পরিচয় দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে যাওয়ার পথে মানুষকে জিম্মি করে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
 
প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, এএসপি সার্কেল (সদর) গোলাম রাব্বানী, নড়িয়া সার্কেল এএসপি তানভীন হায়দার শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।