ঢাকা: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে স্বাস্থ্য সেবায় গতি আনতে নতুন একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। তবে তিন দফায় স্থান নির্ধারণ করেও চূড়ান্ত করা যায়নি জনগণের বাধায়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, এম আবদুল লতিফ ও এম এ আউয়াল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলায় নতুন একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য ৩০ একর জমির তফসিল অনুমোদন করা হয়। স্থানীয় জনগণের আপত্তির মুখে সেই জমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিল করে রাঙ্গামাটি সদর উপজেলার ৩০ দশমিক ৩৯ একর জমির তফসিল অনুমোদন করা হয়। সেখানেও আপত্তি জানান স্থানীয়রা। এরপর আবারও ২৬ দশমিক ২৪ একর জমির অধিগ্রহণের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। সেখানেও মেডিকেল কলেজ স্থাপনে জটিলতা দেখা দিলে স্থানীয় প্রশাসন কর্তৃক চার সদস্যের স্থান নির্বাচন কমিটি গঠন করা হয়। যে কমিটি ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করে সদর উপজেলায় আরেকটি স্থান নির্ধারণ করেছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্থানীয় জনগণের প্রবল আপত্তির কারণে এই মেডিকেল কলেজ স্থাপনে জটিলতা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এবং চুক্তি অনুযায়ী প্রণীত বিধি-বিধানকে পাশ কাটিয়ে সরকার এক তরফাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে বৈঠকে এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত পার্বত্য জেলার দুইজন স্বাস্থ্য কর্মকর্তার অবসরকালীন আর্থিক সুবিধা প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া পার্বত্য এলাকার বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএম/আইএ