মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় ট্রাকের চাপায় রেনু বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক বাংলানিউজকে জানান, সকালে গোলড়া বাসস্ট্যান্ডের একটি দোকান থেকে ফল কিনছিলেন রেনু।
এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে সেখানে থাকা রেনুসহ তিনজন আহত হন। গুরুতর অবস্থায় এদের মধ্যে রেনুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান রেনু।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআই