ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে যক্ষ্মা প্রতিরোধে মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
নাটোরে যক্ষ্মা প্রতিরোধে মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরে ‘যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এ সভা।


 
নাটোর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এ সভার আয়োজন করে।

সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুর রহমান চিনুর সভাপতিত্বে এতে যক্ষ্মা রোগ বিষয়ে ও শনাক্তকরণের লক্ষণ সম্পর্কে বক্তব্য রাখেন, নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আর কে সাহা ও টিবি ক্লিনিকের মেডিকেল কর্মকর্তা ডা. আজিজা সুলতানা।
 
বক্তারা বলেন, জেলায় চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ১০ হাজার ৪৪৬ জনের কফ পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৮৫৮ জন যক্ষ্মায় আক্রান্ত। তবে তাদের মধ্যে বর্তমানে ৬৬২ জনের চিকিৎসা চলছে।

নাটাবের সোস্যাল মোবালাইজার আতাউর রহমান বাচ্চু সভাটি পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।