নাটোর: নাটোরে ‘যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এ সভা।
নাটোর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এ সভার আয়োজন করে।
সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুর রহমান চিনুর সভাপতিত্বে এতে যক্ষ্মা রোগ বিষয়ে ও শনাক্তকরণের লক্ষণ সম্পর্কে বক্তব্য রাখেন, নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আর কে সাহা ও টিবি ক্লিনিকের মেডিকেল কর্মকর্তা ডা. আজিজা সুলতানা।
বক্তারা বলেন, জেলায় চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ১০ হাজার ৪৪৬ জনের কফ পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৮৫৮ জন যক্ষ্মায় আক্রান্ত। তবে তাদের মধ্যে বর্তমানে ৬৬২ জনের চিকিৎসা চলছে।
নাটাবের সোস্যাল মোবালাইজার আতাউর রহমান বাচ্চু সভাটি পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআর