ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা মন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা মন্ত্রীর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা: ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শান্তিপূর্ণ আন্দোলনের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদও জানিয়েছেন এক সময়ের এই ছাত্রনেতা।


 
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘জনপ্রশাসন ও গণমাধ্যম’ শীর্ষক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আবারও আশা করার মতো একটা আলোক রেখা আমি দেখলাম।
 
‘এই তরুণরা ভ্যাট নিয়ে আন্দোলনে নেমেছে। হাজার হাজার তরুণ। কিন্তু দেখলাম না কেউ ভাঙচুর করেছে, আমি দেখলাম না কেউ অগ্নিসংযোগ করেছে। আমি দেখলাম না কেউ রাস্তায় এসে ফ্রি স্টাইল কোনো আচারণ করেছে’।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসা শিক্ষার্থীদের দাবির মুখে ভ্যাট প্রত্যাহার করে নেয় সরকার। এর মধ্যেই তরুণ শিক্ষার্থীদের প্রশংসা করে বক্তব্য দিলেন এক সময়ের ছাত্রনেতা ওবায়দুল কাদের।
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।