ঢাকা: সদ্য ঘোষিত জাতীয় বেতন স্কেলে আগের মতই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটি।
বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বিসিএস সমন্বয় কমিটির মহাসচিব মো. ফিরোজ খান।
নতুন বেতন স্কেল প্রদান করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে মো. ফিরোজ খান বলেন, নতুন বেতন স্কেল ঘোষণার আগে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবি করা হয়েছিল। অর্থমন্ত্রী আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু নতুন বেতন স্কেল ঘোষণার পর আমরা দেখলাম সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়া হয়েছে।
তিনি নতুন বেতন স্কেলের কারণে বিভিন্ন সার্ভিসে যে সমস্যার উদ্ভব হয়েছে সে বিষয়ে সরকারের নীতিনির্ধারক মহলের হস্তক্ষেপ কামনা করে বলেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করায় একই ব্যাচ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক বেতন বৈষম্য সৃষ্টি হবে। অনেক ক্ষেত্রে বিদ্যমান পদ অবনমন হবে। অনেকেই এক যুগেরও অধিক সময় একই বেতন স্কেলে অবস্থান করবে।
এ সময় তিনি উপজেলা পর্যায়ের ১৭টি সার্ভিসের সেলফ ড্রয়িং কর্মকর্তাদের বেতন ভাতা বিলে ইউএনও‘র স্বাক্ষর করার সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএস সমন্বয় কমিটি সভাপতি মো. কবির আহমেদ ভূইয়া, বিসিএস সমন্বয় কমিটির (কৃষি) মহাসচিব খায়রুল আলম প্রিন্স, শেখ গোলাম কিবরিয়া (প্রশাসন) প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এইচআর/টিএইচ/আরআই