ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

বিদ্যুতের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়কে অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
বিদ্যুতের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়কে অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: বিদ্যুতের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়া বাজার এলাকায় অবরোধ করেছে বিক্ষুব্ধ স্থানীয়রা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করেন তারা।



বিক্ষোভকারীরা জানান, কয়েক দিন ধরে ছাতক-সুনামগঞ্জ বিদ্যুতের সঞ্চালন লাইনে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় আশপাশের এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে ব্যবসা-বাণিজ্যসহ শিক্ষার্থীদের লেখাপড়া ব্যঘাত সৃষ্টি হচ্ছে।

বিভিন্ন সময় সংশ্লিষ্টদের কাছে বিষয়টি অবহিত করলেও কোনো কাজে আসেনি। তাই তারা ছাতক উপজেলার জাইয়া বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যু‍ৎ লাইন মেরামতের  আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

সুনামগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর রশীদ  বাংলানিউজকে বলেন, বর্তমানে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরাধ তুলে নিয়েছেন। ফলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে একই দাবিতে বৃহস্পতিবার সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাসুক আলী বাংলানিউজকে বলেন, বিদ্যুত লাইন মেরামতের দাবিতে সুনামগঞ্জ পৌর মেয়রের বরাত দিয়ে শহরে মাইকিং করা হয়েছে।

যোগাযোগ করা হলে সুনামগঞ্জ বিদ্যু‍ৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান খান বাংলানিউজকে বলেন, ছাতক -সুনামগঞ্জ  বিদ্যুৎ সরবরাহ লাইনের (৩৩কেভি) বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যু‍ৎ বিভাগের কর্মীরা এরই মধ্যে কাজ করে যাচ্ছেন।

রাত সাড়ে ১১টা নাগাদ সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল করা সম্ভব হবে বলে জানান তিনি।

বিদ্যুৎ সরবরাহ লাইনের বিপর্যয়ের কারণে সুনামগঞ্জ সদর, দিরাই-শাল্লা উপজেলাসহ ছাতক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কিছু অংশ তিনদিন ধরে বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।

তবে দিনে মাঝে মাঝে সুনামগঞ্জ শহরে পল্লী বিদ্যুৎ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

বাংলাদেশ সময়য় : ২৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।