রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকায় বুধবার (১৬ সেপ্টেম্বর) অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় রামেকের সামনের ফুটপাথ থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সামনে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ‘মা’ রেস্তোরাঁ মালিকসহ চার ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
দোকানগুলো খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করছিল। এছাড়া অভিযানকালে রামেকের সামনের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস/জেডএস