ঢাকা: রাজধানীর কদমতলী থানার জুরাইনে অপহৃত স্কুলছাত্র আরিফের (০৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। আরিফের বাবা লিটন কদমতলী এলাকার জুরাইন মেডিকেল রোড এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মরদেহ উদ্ধারের আগে অপহরণের অভিযোগের প্রেক্ষিতে আরিফের চাচাতো ভাই সম্রাট ও তার সহযোগী ইয়াসিনকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি কাশবন থেকে স্কুলছাত্র আরিফের মরদেহ উদ্ধার করা হয়।
কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে কদমতলী মেডিকেল রোড থেকে গ্রেফতার করা হয় সম্রাট ও ইয়াসিনকে। জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেন অভিযুক্তরা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আরিফের বাবার কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনায় মঙ্গলবার সন্ধ্যায় আরিফের চাচাতো ভাই সম্রাট (২২) ও তার সহযোগী ইয়াসিন (২০) তাকে অপহরণ করে হাসনাবাদ নিয়ে যায়। পরে পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তারা দেয়ালের সঙ্গে মাথা ঠুকে ও শ্বাসরোধ করে হত্যা করে আরিফকে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এজেডএস/এসইউ