বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক হয়েছেন ১৩ বাংলাদেশি নারী-পুরুষ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বেনাপোল সীমান্তের পুটখালী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পিরোজপুরের আলাউদ্দিনের ছেলে তুহিন (২৬), বনি আমিন সিকদারের ছেলে আনিস সিকদার (৩৪), মাদারীপুরের রাশেদ সরদারের ছেলে ইমরান সরদার (২৪), নোয়াখালীর আবুল কালামের ছেলে দেলোয়ার (১৯), ইয়ার আলীর ছেলে ইব্রাহীম (২৪), যশোরের মজিদ মল্লিক ছেলে আলামিন মল্লিক (১৮), খুলনার আইয়ুব আলীর ছেলে সোহাগ (৩৪), প্রসাদ ঘোষের ছেলে অপু কুমার ঘোষ (২৮), দেব প্রসাদ ঘোষের মেয়ে মামপি ঘোষ (১৮), দেব প্রসাদের স্ত্রী ছবি রানী ঘোষ (৪৮), গোপালগঞ্জের জিতেন মন্ডলের স্ত্রী সুচিত্রা মন্ডল (৪০), মনিকৃষ্ণ বিশ্বাসের ছেলে তাপস বিশ্বাস (২০) ও ফরিদপুরের দয়াল বিশ্বাসের ছেলে পাগলা বিশ্বাস (৫০)।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার শফিউদ্দিন বাংলানিউজকে জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিউর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআর