ঢাকা: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের টিকেট কালোবাজারি করার সময় রাজধানীর কমলাপুর স্টেশন থেকে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, টিকেট কালোবাজারি করার সময় ট্রেনের ৮টি টিকেটসহ নাসির (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। তার নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও (মামলা নম্বর: ১৬-০৯-২০১৫/১২) দায়ের করা হয়েছে। এ ঘটনায় নাসিরকে সাত দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে।
এর আগে একই সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কমলাপুর স্টেশন থেকে টিকেট কালোবাজারির অপরাধে মো. আবু শাহজাহান (৬৩) ও আলামিন (৩২) নামে আরও দুইজনকে আটক করে।
এদের মধ্যে আবু শাহজাহানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আলামিনকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এজেডএস/এটি