সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কাটা ওয়াপদা এলাকায় কোরবানির গরুর হাটে ক্রেতা-বিক্রেতা ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সিরাজগঞ্জের মিরপুর মহল্লার ফিরোজ ও সুবেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হাটে গরু কেনা নিয়ে হোসেনপুর পুঠিয়াবাড়ি ও আটাপাড়ার ক্রেতাদের সঙ্গে বিক্রেতাদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এর জের ধরে সন্ধ্যায় উভয় এলাকার লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হাটে এসে গরু বিক্রেতাদের ওপর হামলা চালান। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআই/