সাভার (ঢাকা): সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। গলিত মরদেহটি শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও ওসি জানান।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসইউ