ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

ভান্ডারিয়ায় চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ভান্ডারিয়ায় চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চিকিৎসকের অবহেলায় নাসরিন আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

এতে বিক্ষুব্ধ জনতা শাপলা নামে ওই ক্লিনিকে ভাঙচুর চালায়।

পরে চিকিৎসক নজরুল ইসলাম ও ক্লিনিকের মালিক আব্দুল আজিজকে আটক করে পুলিশ।
 
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে নবজাতক সুস্থ রয়েছে।

মৃত নাসরিন আক্তার উপজেলার মধ্য ভান্ডারিয়া গ্রামের শাহজাহান সরদারের মেয়ে।

মৃতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নাসরিনকে সিজারের জন্য ভান্ডারিয়া সদরের শাপলা ক্লিনিকে ভর্তি করা হয়। বুধবার সকাল ৮টায় সিজারের কথা থাকলেও চিকিৎসক না আসায় অপেক্ষা শেষে দুপুর ২টায় সিজার করা হয়।

বিকেল ৫টার দিকে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকলে ক্লিনিকের ম্যানেজার, মালিক ও নার্স ক্লিনিক থেকে পালিয়ে যান।

পরে অবস্থার মারাত্মক অবনতি ঘটলে তাকে ভান্ডারিয়া হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ক্লিনিকে ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসক নজরুল ইসলাম ও ক্লিনিকের মালিক আব্দুল আজিজকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।