ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
পাথরঘাটায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ১৩ বছরের স্কুলছাত্রী ফারজানা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড় টেংরা গ্রামে মো. চাঁন মিয়ার বাড়িতে উপস্থিত হয়ে তার মেয়ে ফারজানার বিয়ে বন্ধ করে দেয় পুলিশ।



স্থানীয় সূত্র জানায়, বুধবার ফারজানার সঙ্গে পাথরঘাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের সুলতান আহম্মেদের ছেলে মো. মাসুমের (২৭) বিয়ের আয়োজন করা হয়।

বিয়ের জন্য কনের বাড়িতে সাজসজ্জাসহ সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে উপস্থিত হয় উপজেলা প্রশাসন, এনজিও প্রতিনিধি, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও পুলিশ প্রশাসন। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বরপক্ষের লোকজন।

পরে ইউএনও মোহাম্মদ শাখাওয়াত হোসেন সরকারের নির্দেশে পুলিশ এনজিও প্রতিনিধির সহায়তায় বিয়ে বন্ধ করে দেয়।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মনির বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটির বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।