ঢাকা: ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ২৩টি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার যোগ্যতা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়ে এ রায় ঘোষণা করা হলো। ফলে ওই বর্ষে মেডিকেলে ভর্তি হওয়া ২২৪ জন শিক্ষার্থী ভর্তির বৈধতা পেলেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।
২০১৩-১৪ শিক্ষাবর্ষের আগে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ন্যূনতম যোগ্যতা ছিল যথাক্রমে ১১০ ও ১০৫ নম্বর। কিন্তু ২০১৩-১৪ শিক্ষাবর্ষে এসে তা বাড়িয়ে ১২০ করা হয়। তবে আগের নম্বরে ২২৪ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেলে ভর্তি হন। ভর্তি পরীক্ষার যোগ্যতা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখায় শিক্ষার্থীরা ভর্তির বৈধতা পেলেন।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ইএস/আইএ