টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ডের শাহজালাল বাস কাউন্টারে রাখা একটি ড্রামের ভিতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
কাউন্টার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দুই ব্যক্তি শাহজালাল বাস কাউন্টারে ড্রামটি নিয়ে এসে কিশোরগঞ্জের দুইটি টিকিট কাটেন। একটু পর তারা কাউন্টারের লোকদের বলেন, ড্রামটি এখানে থাক আমরা ঘুরে আসি। এই বলে যাওয়ার পর তারা আর ফেরেননি। এরপর বুধবার রাতে ড্রামটি থেকে দুর্গন্ধ বের হলে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ওই ড্রাম খুললে তাতে মৃতদেহটি পাওয়া যায়।
টাঙ্গাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, বেশ কয়েকদিন আগে হত্যা করে ড্রামে ভরে মৃতদেহ গুম করার চেষ্টা করা হয়। পরনের পোশাক দেখে মৃতদেহটি নারীর বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআই