ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে ইভটিজিংয়ের দায়ে ৩ বখাটের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
নড়াইলে ইভটিজিংয়ের দায়ে ৩ বখাটের কারাদণ্ড

নড়াইল: নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া বাজার এলাকায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করায় ৩ বখাটেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকতা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. কামরুল ইসলাম এ রায় দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াগাতি থানার ঘড়িভাঙ্গা গ্রামের বখাটে সোহাগ মোলস্না (১৮) ও সবুজ খান (১৮) এবং বি-পাটনা গ্রামের সামাদ বিশ্বাস (১৯)।

পুলিশ জানায়, বুধবার দুপুর ২টার দিকে নড়াগাতি থানার চোরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করে এই বখাটে। এ সময় স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

পরে রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোহাগ মোল্লাকে তিন মাস এবং সবুজ খান ও সামাদ বিশ্বাসকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জলিল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।