খুলনা: খুলনার রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলস ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত।
মিল গেটের সামনে শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করায় ব্যস্ততম এ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের এ কমূর্সচিতে সভাপতিত্ব করছেন রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিল হস্তান্তর প্রতিরোধ কমিটি আহ্বায়ক মো. আব্দুর রশিদ।
বক্তারা বলেন, বর্তমানে মিলটিতে স্থায়ী ও বদলিসহ প্রায় দুই হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করেন। যদি মিলটি ব্যক্তি মালিকানায় হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে শ্রমিক-কর্মচারীরা পরিবার নিয়ে সীমাহীন কষ্টের মধ্যে পড়বেন।
তারা অবিলম্বে আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বাতিলসহ বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
১৯৬৮ সালের ১ জুলাই খুলনার আটরা শিল্প এলাকায় মেসার্স আলীম জুট মিলস লিমিটেড শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭২ সালে তৎকালীন রাষ্ট্রপতির আদেশ বলে (পি ও ২৭) মিলটি রাষ্ট্রায়ত্ব করা হয় এবং বিজেএমসি’র নিয়ন্ত্রাণাধীন মিল হিসেবে এখন পর্যন্ত পরিচালিত হয়ে আসছে।
১৯৮২ সালে তৎকালীন সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করে ৩০টি জুট মিল বাংলাদেশি মালিক, যাদের শেয়ার ৫১ শতাংশ রয়েছে তাদের কাছে হস্তান্তর করা হবে। ঘোষণা অনুযায়ী ২৯টি মিল হস্তান্তর করা হয়। কিন্তু মেসার্স আলীম গং ৪১ দশমিক ৬০ শতাংশের বেশি শেয়ার দেখাতে পারেনি বিধায় মিলটি গ্রহণ করতে ব্যর্থ হয়। সেই থেকে আজ পর্যন্ত মিলটি বিজেএমসির নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমআরএম/জেডএস