ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

চোরাই টিকিটসহ ৫ কালোবাজারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
চোরাই টিকিটসহ ৫ কালোবাজারি আটক ছবি: কাশেম হারুন/বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: কমলাপুর রেলস্টেশন থেকে ২৭টি চোরাই টিকিট ও  টিকিট বিক্রির ২ লাখ ৩ হাজার টাকাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব-৩।

আটককৃতরা হলেন, কাল‍ু (৫০), সেলিম ৩৮), কালাম (৩৮), জাহাঙ্গীর (৩৭) ও বাবুল (৪০)।



বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কমলাপুর রেলস্টেশন থেকে তাদের আটক করে র‌্যাব।

র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার মেজর মেহেদী হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত আটককৃতদের কাছ থেকে রেলের ২৭ টিকিট উদ্ধার করা হয়েছে। মোবাইল সিম ব্যবহার করে টিকিট বুকিং দিয়ে ১৭টি টিকিট সংগ্রহ করেছে বলে জানিয়েছে আটককৃতরা। অন্য ১০টি টিকিট কাউন্টার থেকে ইস্যু করা হয়েছে।

কালোবাজারিদের কাছে প্রাপ্ত টিকিটের বেশকিছু টিকিট রেলস্টেশনের কাউন্টার থেকে ইস্যু হওয়ায় রেলের কর্মকর্তা-কর্মচারীরাও কালোবাজারির সঙ্গে জড়িত কি না তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান মেজর মেহেদী হাসান।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫/আপডেট: ১২৩৪ ঘণ্টা
এনএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।